যে দেশ থেকে মানুষ নিয়ম ভেঙে বিদেশে যায়, সেই দেশের ওপর আস্থা হারায় বৈদেশিক শ্রমবাজার অথচ আমাদের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। এখন যদি কিছু মানুষ ভিজিট ভিসার অপব্যবহার করে অবৈধ উপায়ে শ্রমবাজারে ঢোকে, তাহলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অযোগ্য ও অনির্ভরযোগ্য শ্রম সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হতে পারে।
এতে একদিকে যেমন ভবিষ্যতে বৈধভাবে যেতে চাওয়া লাখো শ্রমিকের স্বপ্ন ধূলিসাৎ হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেতে পারে আমাদের প্রিয় দেশের অনেক গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এই অনিয়ম থামানো এখনই সময়। রাষ্ট্র, সুশীলসমাজ, পরিবার, ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, এয়ারলাইনস, ইমিগ্রেশন এবং সচেতন নাগরিক সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
দেশের ভাবমূর্তি রক্ষা করা মানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করা। এখনই সময় সচেতন হওয়ার, নয়তো আমাদের শ্রমবাজার আরও সংকুচিত হয়ে যাবে, এবং বিশ্বের দরবারে আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে অনিয়মের প্রতীক হিসেবে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss