লিবিয়ার ২য় রাজধানী বেনগাজিতে বেড়ে চলা ভিক্ষাবৃত্তি এবং আইন লঙ্ঘনকারীদের দমন করতে সক্রিয় ভূমিকা পালন করছে লিবিয়ার অবৈধ অভিবাসন বিরোধী সংস্থা। সংস্থাটির প্রধান মেজর জেনারেল সালাহ মাহমুদ আল-খাফিফির সরাসরি নির্দেশে, নিরাপত্তা অভিযান বিভাগের অধীন মাঠ পর্যায়ের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক বৃহস্পতিবার এবং শুক্রবার, সংস্থার অপারেশন বিভাগের সঙ্গে সমন্বয়ে পরিচালিত এই নিরাপত্তা অভিযান শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকাগুলোতে গতি পায়। বিশেষ করে, বিদেশী জাতীয়তার শিশু ও নারীদের মাধ্যমে সংগঠিত ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়।
অভিযানের সময় বেশ কিছু ব্যক্তি আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, মানবিক বিবেচনাও করা হয়েছে বলে জানায় অপারেশন বিভাগ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্দেশ্য হচ্ছে জনশৃঙ্খলা বজায় রাখা এবং সন্দেহভাজন বা অবৈধ কার্যক্রমের আড়ালে থাকা ভিক্ষাবৃত্তির অপব্যবহার রোধ করা।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss