গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে অভিবাসন ইস্যুতে। লিবিয়া থেকে সমুদ্রপথে আসা অভিবাসনপ্রত্যাশীদের কারণে বড় ধরনের চাপের মুখে পড়েছে গ্রিস। এরই মধ্যে গ্রিক কোস্টগার্ডের বিরুদ্ধে সমুদ্রপথে আসা অভিবাসীদের পুশব্যাক করার অভিযোগ তুলেছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, গ্রিসের কোস্টগার্ড অভিবাসীদের একটি রাবার নৌকা টেনে নিয়ে সেটি তুরস্কের জলসীমার দিকে ঠেলে দিচ্ছে। মন্ত্রণালয়ের দাবি, ভিডিওটি ২২ জুলাই একটি সামরিক ড্রোনের মাধ্যমে ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, গ্রিসের সামোস দ্বীপের উপকূল থেকে অভিবাসীদের তুলে নিয়ে তা ইয়ালানচি উপকূলের দিকে ধাবিত করা হয়।
এই ঘটনার পাশাপাশি আরও একাধিক পুশব্যাক ঘটনার অভিযোগ জানিয়েছে তুর্কি কোস্টগার্ড। ২৯ জুলাই আয়দিন প্রদেশের কুশাদাসি ও মারমারিস উপকূল থেকে পৃথক অভিযানে ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় আইন অনুযায়ী এ ধরনের পুশব্যাক সম্পূর্ণ অবৈধ। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, গ্রিস এই পদ্ধতিকে কার্যত নিয়মে পরিণত করেছে। ইতোমধ্যে ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রক সংস্থা ফ্রন্টেক্স বিষয়টি তদন্ত করছে।
২০২৫ সালের শুরু থেকেই
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss