মোঃ শাহরিয়া। কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক জনতার মতামত-এ। পাশাপাশি আমি সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছি দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ-এ।
সাংবাদিকতা আমার জন্য কেবল পেশা নয়—এটি আমার নেশা, ভালোবাসা, এবং দায়িত্ববোধ। সমাজের নানা অন্যায়, অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়িত মানুষের পক্ষে সত্য তুলে ধরা—এই কাজটাই আমি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি।
প্রবাসে থাকা অসংখ্য বাংলাদেশি ভাইবোনের কথা, দেশের প্রতিটি স্তরের সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা আমি তুলে ধরতে চেষ্টা করি আমার লেখার মাধ্যমে। আমি বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যতটা শক্তিশালী, ততটাই দায়িত্বশীল হওয়া দরকার।
আমার সম্পাদনায় প্রকাশিত দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ সবসময় নিরপেক্ষ, সত্য ও সাহসী সাংবাদিকতার পক্ষে। আমি চেষ্টা করছি একটি দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে, যেখানে প্রতিটি খবর হবে মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে।
আমি আজীবন সাংবাদিকতা চালিয়ে যেতে চাই সততা, নিষ্ঠা ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে। সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকের সহযোগিতা ও দোয়া কামনা করছি।