সিনিয়র স্টাফ রিপোর্টার: মো. শাহজাহান বাশার
জুলাই ঘোষণাপত্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও এক্টিভিস্টদের অবদানকে স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা মনে করেন, এ ধরনের উপেক্ষা শুধু হতাশাজনক নয়, বরং একটি বড় পর্যায়ের ভুল হিসেবেও বিবেচিত হওয়া উচিত।
এক বিবৃতিতে সাংবাদিক ও কলামিস্ট মো. শাহজাহান বাশার বলেন,
ইতিহাসের পরতে পরতে গণমাধ্যমের কল্যাণেই জাতি আজ সত্য জানতে পেরেছে। অথচ আজকের এই গুরুত্বপূর্ণ ঘোষণায় সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ না থাকায় আমরা বিমর্ষ। একজন ক্ষুদ্র গণমাধ্যমকর্মী হিসেবে আমি এই উপেক্ষাকে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি এবং আশা করছি, ভবিষ্যতের কোনো উদ্যোগে এই ভুলটি সংশোধিত হবে।
তিনি আরও বলেন, দেশের ও প্রবাসের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দেশের স্বার্থে, মানুষের অধিকারের পক্ষে এবং সত্যকে তুলে ধরতে। অথচ একটি রাষ্ট্রীয় গুরুত্বের ঘোষণাপত্রে তাদের ভূমিকা বাদ দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।
মো. শাহজাহান বাশার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
আমি আশা করি বাংলাদেশের সকল সাংবাদিক সহকর্মী বৃন্দ উক্ত বিষয়ে সোচ্চার হয়ে জুলাই ঘোষণাপত্রের এই উপেক্ষাকে গঠনমূলকভাবে প্রত্যাখ্যান করবেন।
তিনি বর্তমানে দৈনিক মানবাধিকার প্রতিদিন,ও দৈনিক সরেজমিন-এ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হিসেবে যুক্ত আছেন এবং দৈনিক জনতার মতামত এর সম্পাদক ও প্রকাশক।