নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় র্যাব-১১ এর একটি সফল মাদকবিরোধী অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (০৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক কারবারি হলেন—
১. মোঃ ইমরান (৩৪), পিতা: মোঃ রিয়াজ উদ্দিন, সাং: মির্জাপুর, থানা: আটোয়ারী, জেলা: পঞ্চগড়।
২. মোঃ আসাদুল্লাহ (১৯), পিতা: আসানুল্লাহ, সাং: চরমধুয়া, থানা: রায়পুর, জেলা: নরসিংদী।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র্যাব।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল। তারা মাদক পরিবহনে বিশেষ কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও র্যাবের সুনির্দিষ্ট তথ্য ও তৎপরতায় তা ব্যর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তারা জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক পরিবহনে লিপ্ত ছিল। এদের মধ্যে মোঃ ইমরান প্রাইভেটকারের চালক এবং আসাদুল্লাহ যাত্রী হিসেবে গাড়ির পেছনের সিটে বসা ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।