মো:শাহরিয়া – ত্রিপলি লিবিয়া
বাংলাদেশ দূতাবাস, লিবিয়া যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালন করেছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে ০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় Will you ever sleep, Ma? শিরোনামের একটি হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্র প্রদর্শনী, যা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। প্রামাণ্যচিত্র দেখার সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে, মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। সভায় ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্যে অংশ নেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। তরুণ প্রজন্ম, শ্রমজীবী ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরশাসনের ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ৩৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি স্বৈরশাসনের বিরুদ্ধে জনতার প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে। তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর আওতায় দূতাবাস ইতিমধ্যে আয়োজন করেছে ‘ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী,জুলাই বিয়ন্ড বর্ডার্স,রেমিট্যান্স যোদ্ধা দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান’-ভিত্তিক ৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী।