এক হৃদয়বিদারক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে প্রাণ গেল একই পরিবারের সাতজনের।
ওমান প্রবাসী এক স্বজনকে রিসিভ করে মাইক্রোবাসে করে পুরো পরিবার ফিরছিল নিজ বাড়িতে। আর মাত্র অল্প কিছু পথ বাকি ছিল গন্তব্যে পৌঁছাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস — চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় পৌঁছেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পড়ে যায় একটি খালে।
ঘটনাটি ঘটে ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান পরিবারের সাতজন সদস্য।
নিহতদের পরিচয়:
১. ফয়জুন নেসা (৮০)
২. খুরশিদা বেগম (৫৫)
৩. কবিতা বেগম (৩০)
৪. লাবনী বেগম (৩০)
৫. রেশমি আক্তার (১০)
৬. মীম আক্তার (২)
৭. লামিয়া আক্তার (৯)
নিহত সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
এই মর্মান্তিক ঘটনায় শুধু এলাকায় নয়, দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী পরিবার ও জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
একটি পরিবারের একসাথে এভাবে চিরবিদায় যেন এক অপূরণীয় ক্ষতি — যা কখনোই পূরণ হবার নয়।
আমরা দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss