কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (৭ আগষ্ট) তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। পুলিশ জানায়, বুধবার (৬ আগষ্ট) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে৷ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও থানাহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রশিদ বিপ্লব (৫০) কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল মিয়া (৩৮) ও নাঈম মিয়া (১৮) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। চিলমারী মডেল থানারর অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামীকে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss