বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
Title :
কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায় রংপুর সাংবাদিক ইউনিয়নে নিবন্ধন বিলম্ব ও ক্ষমতার অপব্যবহারের যতসব কীর্তন! “তনুর বয়স হতো আজ ২৯: নয় বছরেও বিচারহীন সোহাগী জাহান তনুর হত্যা মামলা” উঁচু মঞ্চের আড়ালে জনগণের নীরব কান্না ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা!

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: টাইমস কোম্পানি ও এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ, ভুক্তভোগীদের করুণ আর্তনাদ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭ Time View

প্রতিনিধি:

বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানো হাজারো শ্রমিক চরম দুর্দশা ও প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের গুবাইরা এলাকার একটি ক্যাম্প থেকে এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে। অভিযোগ উঠেছে টাইমস কোম্পানি ও তাদের সহযোগী একাধিক এজেন্সির বিরুদ্ধে, যারা পরিকল্পিতভাবে শ্রমিকদের বিদেশে পাঠিয়ে নির্যাতন, ব্ল্যাকমেইল, ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত।

ভুক্তভোগী সৌদি প্রবাসী মোঃ সেলিম রানা জানান, “আমরা যে কোম্পানিতে কাজ করতে এসেছি, সেখানে বেতন ২ মাসের বেশি সময় ধরে আটকে আছে। খাবার সঠিকভাবে দিচ্ছে না, থাকার পরিবেশ অত্যন্ত নাজুক, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, কেউ প্রতিবাদ করলেই আয়না ঘরে আটকিয়ে মারধর করা হয়। ইকামা ও ভিসা নবায়নের কোনো উদ্যোগ নেই। অথচ আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভালো কোম্পানি, ভালো বেতন ও ফ্রি থাকা-খাওয়ার।”

তাদের অভিযোগ, এই প্রতারণার মূল হোতা টাইমস কোম্পানির চেয়ারম্যান সুজন ইব্রাহিম, যার বাড়ি কিশোরগঞ্জে। তিনি দুবাই থেকে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ। এই চক্রের অন্যতম সদস্য রিয়াজ (ব্রাহ্মণবাড়িয়া), জাহাঙ্গীর (নারায়ণগঞ্জ), দায়েন (গাজীপুর), অপু (সাভার), ইউসুফ, পারভেজ, এবং আরও অন্তত ১২টি ভুয়া এজেন্সি এবং দালাল সরাসরি জড়িত।

সাধারণ মানুষকে CREATIVE INTERNATIONAL, মিম এজেন্সি, মাশাল্লাহ এজেন্সি, 4M INTERNATIONAL, ধানসিঁড়ি এজেন্সি প্রভৃতি নামে চাকরির প্রলোভনে ফাঁদে ফেলে সৌদি প্রেরণ করা হচ্ছে। রংপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, যশোর, সিলেট, চাঁদপুর, টাঙ্গাইল, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে সহজ-সরল মানুষ ফেসবুক এড দেখে প্রতারণার শিকার হচ্ছেন।

ভয়াবহ চিত্র:
– ১০-১২ ঘণ্টা বসিয়ে রেখে মারধর
– মোবাইল কেড়ে নেয়া
– ভয় দেখিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল
– আয়না ঘরে আটকিয়ে নির্যাতন
– খাবারে তেল-মসলার স্বল্পতা, খাওয়ায় অপমান
– বেতন না দিয়ে ক্যাম্পে আটকে রাখা
– কথা বললে বের করে দেয়ার হুমকি
– প্রতিনিয়ত ভুক্তভোগীদের কান্না ও আর্তনাদ

ভুক্তভোগীরা বলছেন, “আমরা এই ক্যাম্পে স্বাধীনভাবে কথা বলতে পারি না। প্রতিবাদ করলে খাবার বন্ধ করে দেয়া হয়, রুমে ঢুকতে দেয় না। আমাদের সঙ্গে যা হচ্ছে, তা জেলখানার চেয়েও খারাপ।”

অনেক শ্রমিক স্ট্রোক করে বা বিষণ্নতায় আত্মহত্যার দিকে চলে যাচ্ছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি:
– ভুক্তভোগীদের উদ্ধার করে নিরাপদ কাজের ব্যবস্থা করতে হবে
– টাইমস কোম্পানি ও সংশ্লিষ্ট দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
– বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের দূতাবাস ও সরকারকে পদক্ষেপ নিতে হবে
– এই চক্রের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রচার ও আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত করতে হবে

এ বিষয়ে অভিযুক্তদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

🔴 উপসংহার:
একটি প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলে, শুধু একজন নয়, ধ্বংস হয় একটি পরিবার, একটি ভবিষ্যৎ। তাই এসব দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102