পটুয়াখালীর দুমকিতে এক মাদকাসক্ত বখাটে ছেলেকে স্থানীয়দের সহায়তায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার অতিষ্ঠ বাবা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৪) মাদকাসক্ত হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উত্যক্ত করাসহ বিভিন্ন অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। সোহাগ তার বাবা-মায়ের অবাধ্যও ছিলেন।
এলাকাবাসীর অসহনীয় দুর্ভোগের কারণে বাধ্য হয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম ও বারেক মেম্বরসহ স্থানীয়দের সহায়তা চান। সর্বশেষ গত বুধবার রাতে সোহাগ একই গ্রামের প্রতিবেশী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে বিষয়টি তার বাবাকে জানানো হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ গ্রামবাসীদের সহায়তায় সোহাগকে খুঁজে বের করে দুমকি থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগকে চুরির মামলায় কারাগারে পাঠানো হয়েছে
বার্তা প্রেরক-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ৭ আগস্ট ২০২৫ইং
মোবাঃ০১৭০৯২৪৬৮০৬
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss