শায়েস্তাগনজ উপজেলা ১১নং ব্রাম্মণডোরা ইউনিয়নের পুটিয়া গ্রামের মোঃ সজল মিয়া,পাশের গ্রাম উজান শৈলজুরা হাজী আবু তাহের মিয়ার ছেলে জুবলের কাছ থেকে সুদে টাকা আনছিল। সময় মতো দিতে না পারায় গত তিন চারদিন আগে থাকে আবু তাহের মিয়ার ছেলে এবং তার গ্রামের আরো সুদের ব্যবসায়িকের সহযোগিতায় তাকে ধরে নিয়ে তাদের বাড়িতে একটি রুমে বন্দী করে রাখে।আজ সকালে থাকে বন্দী রুম থেকে ফাসিতে জুলানো অবস্থায় শায়েস্তাগনজ থানা পুলিশ এসে উদ্ধার করে।
স্হানীয়দের বক্তব্য,
সুদের টাকার জন্য একটা তরতাজা প্রান এভাবে শেষ হয়ে গেলো।
সুস্থ তদন্তের মাধ্যমে এই খুনিদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।