চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহবুবউল হক ইন্তেকাল করেছেন। আজ শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কয়েকজনের সঙ্গে বাইরে বের হওয়ার কথা ছিল উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হকের। তবে রাতে বেশ কয়েকবার ফোন করার পরও তিনি ফোন ধরছিল না। একপর্যায়ে ওই কর্মকর্তারা মাহবুবউল হকের কোয়াটারে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তিনি পড়ে রয়েছেন। পরে উপজেলার কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাঁকে যশোরে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন, তিনি সুস্থ ছিলেন। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর জন্য দোয়া করবেন।