লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মাইতিকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ শনিবার দুপুরে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনের একটি ছিল মাছ বোঝাই ট্রাক, যা আশপাশের বাজারে মাছ সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যটি ছিল একটি ব্যক্তিগত গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের প্রধান সড়ক দিয়ে মাছ বোঝাই গাড়িটি চলার সময় বিপরীত দিক থেকে আসা ব্যক্তিগত গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে ট্রাকের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা কিছু মাছ রাস্তার উপর ছড়িয়ে পড়ে, যা দেখতে আশপাশের অনেকে ঘটনাস্থলে ভিড় জমায়।
দুর্ঘটনায় একজন ব্যক্তি মাঝারি আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনার খবর পেয়ে সৌক আল-জুমা ও শাট রোড ট্রাফিক টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে নেয় এবং সড়ক পরিষ্কার করার কাজ শুরু করে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই এলাকায় আংশিক যানজট সৃষ্টি হয়েছিল। পরে সড়ক স্বাভাবিক করা হয়।
ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয় প্রশাসন সকল চালককে ব্যস্ত এলাকায় গতি নিয়ন্ত্রণে রাখা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনসহ কোনো বিভ্রান্তিকর কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।