কুমিল্লার তিতাস উপজেলায় পরকীয়ার জেরে নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—অটোরিকশা চালক হোসেন মিয়া (৩২) ও তার স্ত্রী স্মৃতি আক্তার (২৭)।
গত ৬ আগস্ট রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। দুই দিন পর, ৮ আগস্ট, তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। থানার ওসি শহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশ নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান, কললিস্ট এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে।
তদন্তে উঠে আসে, নজরুলকে হত্যার পেছনে হোসেন মিয়া ও তার স্ত্রী স্মৃতির সংশ্লিষ্টতা রয়েছে। ১০ আগস্ট ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ও মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলার কথা স্বীকার করে।
ওসি শহিদ উল্লাহ বলেন, “নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমরা দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করেছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসী জানান, নজরুল শান্ত স্বভাবের মানুষ ছিলেন, তবে তার ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণে এমন পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হবে। মামলার তদন্ত শেষ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss