ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলি হামলায় আল জাজিরার ৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সংবাদ পরিবেশনের পথে এমন নিষ্ঠুরতার সম্মুখীন হওয়া এই সংবাদকর্মীদের প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। তাদের জীবন উৎসর্গ ছিল সত্যকে সামনে এনে দুনিয়ার কাছে ফিলিস্তিনের মানুষের কষ্টের কথা জানানো, কিন্তু দুর্ভাগ্যবশত এই মানবতা আর সত্যের জন্য লড়াই করেই তারা নির্মম ভাবে নিহত হলেন।
সাংবাদিকরা যুদ্ধের ময়দানে শুধু খবর সংগ্রহ করে না, বরং মানবিকতার দীপ জ্বালিয়ে রাখে। তাদের মৃত্যু শুধু আল জাজিরা বা ফিলিস্তিনের জন্য নয়, বরং পুরো বিশ্বসংবাদিকতার জন্য এক গভীর ক্ষতি। এটা স্পষ্ট করে দেয় যে, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকতার নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশ্ব নেতৃবৃন্দকে দৃঢ় হস্তে দাঁড়িয়ে এই অপরাধের বিচার নিশ্চিত করতে হবে বলে মনে করি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ, সত্য প্রকাশের পথিকৃৎ এই মানুষগুলোর জীবন ও নিরাপত্তা সুনিশ্চিত করা ছাড়া আমরা কখনো প্রকৃত গণমাধ্যম স্বাধীনতা পেতে পারব না।
আমরা দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ পরিবার শোকসন্তপ্ত পরিবার ও আল জাজিরার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তাদের সাহসী সাংবাদিকতা আমাদের হৃদয়ে চিরদিন জীবিত থাকবে।