বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায় রংপুর সাংবাদিক ইউনিয়নে নিবন্ধন বিলম্ব ও ক্ষমতার অপব্যবহারের যতসব কীর্তন! “তনুর বয়স হতো আজ ২৯: নয় বছরেও বিচারহীন সোহাগী জাহান তনুর হত্যা মামলা” উঁচু মঞ্চের আড়ালে জনগণের নীরব কান্না ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ৭৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান, কোটি টাকার বকেয়া ও জরিমানা আদায়

Coder Boss
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদন

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ —
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি একযোগে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও গাজীপুরে ব্যাপক অভিযান চালিয়েছে। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত, সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন কিলিং, অর্থদণ্ড এবং বকেয়া আদায়ের লক্ষ্যে ১০ আগস্ট, রোববার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

ফতুল্লা, নারায়ণগঞ্জ:

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ফতুল্লা-কুতুবপুর এলাকায় ৬টি স্পটে অভিযান চালানো হয়। মেসার্স বন্ধন স্টীল ওয়ার্কস নামের একটি রোলিং মিলের দুইটি মোল্ডিং ভাট্টি ও একটি গ্যালভানাইজিং হিট ট্রিটমেন্টে মোট সাতটি বার্নারের মাধ্যমে ঘণ্টায় ৪,৬০০ ঘনফুট লোডে অবৈধ গ্যাস ব্যবহার ধরা পড়ে। মাসিক প্রায় ৪৬ হাজার ঘনমিটার গ্যাস ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি, যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৪ হাজার ৮৩০ টাকা। সংযোগটি তাৎক্ষণিক বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়।

একই অভিযানে হাবিবা বেকারির একটি রোটারি রেক ওভেনে ঘণ্টায় ৩০০ ঘনফুট লোডে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। মাসিক প্রায় ২,১২০ ঘনমিটার গ্যাস, যার বাজারমূল্য ৬৪ হাজার ৬৭১ টাকা, ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। সেটিও বিচ্ছিন্ন ও কিলিং করা হয়।

এ ছাড়া কোম্পানির বৈধ ৪ ইঞ্চি বিতরণ লাইন থেকে গ্রাহক কর্তৃক অবৈধভাবে স্থাপিত ৩ ইঞ্চি ব্যাসের প্রায় ১,৫০০ ফুট পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পাওয়া যায়। স্থানীয়দের বাধার মুখে পড়ে এই লাইন কিলিং কাজ স্থগিত রেখে স্পট ত্যাগ করা হয়।

উত্তর ভূইগড় এলাকায় ১৩টি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

রূপগঞ্জ:


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে আতলাসপুর এলাকায় ৩.৫ কিলোমিটার জুড়ে প্রায় ২২০টি বাড়ির মধ্যে ১৬৫টির চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১.৫ ইঞ্চি ব্যাসের ২৩০ ফুট ধাতব পাইপ এবং ৫০০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।

আঞ্চলিক রাজস্ব বিভাগ, নারায়ণগঞ্জ:


একই দিনে ৪টি স্পটে অভিযান চালিয়ে ৪টি বৈধ আবাসিক গ্রাহকের ১৭টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং একজন শিল্প গ্রাহকের নিকট থেকে ২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৫৬০ টাকা বকেয়া আদায় করা হয়।

আড়াইহাজার:
ভোর ৬টা থেকে ভিজিল্যান্স টিমের তত্ত্বাবধানে গ্রাহকের আঙিনা পরিদর্শন শুরু হয়। সকাল ১১টায় সুমি ট্রেডার্স অ্যান্ড ডাইং-এ বাইপাস লাইনের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার ধরা পড়ে এবং তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শওকত আলী টেক্সটাইল ও সালেহউদ্দিন সাইজিং ইউনিটকে নকশাবহির্ভূত অতিরিক্ত পয়েন্ট অপসারণের নির্দেশনা এবং ইউসুফ আলী টেক্সটাইলের অতিরিক্ত পয়েন্ট তাৎক্ষণিক কিল করা হয়।

গাজীপুর:


নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে জয়দেবপুরে মেসার্স ভারগো টোবাকো ও মুসলিম পাড়ায় ১,২০০ ফুট বিতরণ লাইন এবং প্রায় ১৫০টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাসের তথ্য:
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে ২৯৬টি শিল্প, ৩২২টি বাণিজ্যিক এবং ৬৩,০৫১টি আবাসিকসহ মোট ৬৩,৬৬৯টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২০,৬১৪টি বার্নার বিচ্ছিন্ন এবং ২৩৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং গ্যাস চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102