খুলনায় চীফ মেট্রোপলিটন আদালতের সামনে ৩টি চাপাতিসহ শাহীন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় আরও কয়েকজন সহযোগী মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১১ আগস্ট সকাল ১১টা ৪০ মিনিটে খুলনা সদর থানাধীন আদালত প্রাঙ্গণের সামনে ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শাহীনকে আটক করে। তার কাছ থেকে ৩টি চাপাতি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পালিয়ে যাওয়া অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। আটক শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী ক্যাম্পে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।