শিবগঞ্জ উপজেলার তারাপুর- মোন্না পাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ৮ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর।
এরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss