মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে **খলিফায়ে দরবারে গাউছুল আযম**, মইনীয়া নজরুলীয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও পীরে ত্বরীকত **হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাধকপুরী আল্-মাইজভান্ডারী**-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন—মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক **মোঃ আরিফুর রহমান কুমিল্লা মহানগরের সম্মানিত সাবেক সভাপতি **হাবিবুর রহমান পায়েল কুমিল্লার আরও অন্যান্য নেতৃবৃন্দ
পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাধকপুরী আল্-মাইজভান্ডারী নবগঠিত কমিটির জন্য বিশেষ দোয়া ও আশীর্বাদ** প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, *“মানবতার সেবায় মইনীয়া যুব ফোরাম সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss