সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান ,প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস ,এম আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবির, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষক অফিসার মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ,কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হাসান ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে যুবদের প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের জন্য গড়ে তোলার আহ্বান জানান। ৯ প্রকার উপকার ভোগীদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যুবদের নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে সহায়তা করার জন্য মহিলা মিশনের সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে যুবদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয।