চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগানের মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুনপাড়ার আদু মিয়া (৬০) ও আব্বাস উদ্দিন (৬৫)-সহ কয়েকজন শাহিন হোসেনের ভড়ভড়ি মাঠের একটি জমিতে থাকা ফলন্ত মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেয়। এতে শাহিন হোসেনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শাহিন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমি আমার দখলে। আমি সেখানে চাষ করে। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষের লোকজন শত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে দিয়েছে। গাছ কেটে দেওয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম। এসময় তারা আমাকে হত্যার হুমকি দেয়। এখনো তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আদু মিয়া ও আব্বাস উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss