নোয়াখালীর সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে ওজনে কারচুপি ধরা পড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই নোয়াখালীর যৌথ অভিযানে সদর উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশনে এ ঘটনা ধরা পড়ে।
অভিযান চলাকালে হাতেনাতে কারচুপি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় স্বীকার করে ক্ষমা চান। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল জানান, উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেছে। পাশাপাশি সতর্কও করা হয়েছে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss