গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার-
আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বরে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে-উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি উজ্জ্বল বনিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
হবিগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার
যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোঃ সাজন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন-চৌধুরী)।
জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য আজিজুর রহমান আজিজ,
জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার
সভাপতি মোঃ আবদুল হক রেনুর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকারের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য-রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার
সহ সভাপতি মো রাসেল মাহমুদ
যুগ্ন সাধারণ সম্পাদক
আব্দুস সালাম মজনু,
মিজানুর রহমান সুমন,
সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান,
-কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম,
প্রচার সম্পাদক জিয়াউর রহমান-সাজন
দপ্তর সম্পাদক সুমন দেব
প্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে/-সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর না করিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলোনের কঠোর হুঁশিয়ারী-দেন বক্তারা।
এসময় শায়েস্তাগঞ্জ হাইওয়ের থানা পুলিশ ও উপস্থিত ছিলেন।
এবং পাশে ছিলো অনেক জনসাধারন।
সকল বক্তাদের সরকারের কাছে দাবি তুহিন হত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে।