বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর বাগেরহাট জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বাগেরহাটের বেশরগাতিস্থ লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ ফরিদুল ইসলাম, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাসেল আহমেদ এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ
শেখ আবু সাঈদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ কলেজ শিক্ষা সমিতি
মাঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি
বিউটি পারভীন, মহিলা সম্পাদিকা, বাংলাদেশ শিক্ষা সমিতি, কেন্দ্রীয় কমিটি।
আহবায়ক কমিটির পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন—
হুমায়ুন কবির, আহবায়ক
মিফতা উদ্দিন, সদস্য সচিব
কে. এম. রাজু আহমেদ, সদস্য
শেখ মনিরুজ্জামান, সদস্য
গোলাম কুদ্দুস মাতুব্বর, সদস্য
মোঃ আসাদুজ্জামান, সদস্য
শেখ সোহেল রানা, সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাশিস সব সময় শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। বাগেরহাট জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি জেলার শিক্ষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সহযোগিতায় আয়োজন করে লতিফ মাস্টার ফাউন্ডেশন, বাগেরহাট।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss