শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নের সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্তে **একে এম শাহজাহান**-কে বাকশীমূল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নির্বাচিত করা হয়। অপরদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাসরি কাউন্সিলরদের ভোটে **গোলাপ ফুল প্রতীক** নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে **মোঃ রাশেদ মিনহাজ** সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন।
সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে বাকশীমূল ইউনিয়নে যুবদলের কার্যক্রম নতুন মাত্রা পাবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।
বক্তারা নবনির্বাচিত সভাপতি একেএম শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ মিনহাজের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সৎ, ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন যুবদলকে শক্তিশালী করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে যুবদল তৃণমূল থেকে সংগঠিত হয়ে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে.
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি একেএম শাহজাহান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ মিনহাজকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় “গণতন্ত্রের মুক্তি, জনগণের অধিকার, শহীদ জিয়ার আদর্শ”— এসব স্লোগানে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বাকশীমূল ইউনিয়ন যুবদল হবে আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে এবং তৃণমূল রাজনীতিতে গড়ে তুলবে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠন।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss