পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলা ৭ নং দেবনগর ইউনিয়নের চৌরাস্তা ডাঙ্গাপাড়া গ্রামে মানিকের বাসা । মানিকের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ।
তার বাসায় কথা বলে জানা যায় ১৩ই আগস্ট রাত আনুমানিক ১২ টাই সে বাসা থেকে বাহির হয় এর পর থেকে তিনি আর বাসায় আসেননি ।
এবং তিনি তিন দিন ধরে বাসায় আসেনি ১৩ই আগস্ট তিনি ভারত সীমান্তে গরু আনতে গেলে (বিএসএফ) এর গুলিতে তার মৃত্যু হয়।
এরপর (বিএসএফ) ঘটনাস্থলে ব্রিজের নিচে মানিক কে মৃত অবস্থায় আটকে রাখেন । নদীর-পানি বেশি হওয়ার কারণে মানিককে ভাষায় দেওয়া হয় নাই ।
১৬ই আগস্ট নদীর পানি কমলে ভাসিয়ে দেওয়া হয় মানিক এর মৃতদেহ । এ সময় শুকানি ক্যাম্পের সাইটে কিছু পাথর শ্রমিক নদীতে কাজ করতে গেলে মানিককে মৃত অবস্থায় পানিতে ভাসমান অবস্থায় পায় এ সময় পুরো এলাকা ধরে তোলপাড় ঝড় উঠে ।
জানা যায় পঞ্চগড় সীমান্তে গরু আনতে গিয়ে ১৭ জন বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। সীমান্তে চোরা-কারবারিদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃষ্টির মতো গুলি চালায়।
এবং অনেকে পালাতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে। তবে আরো কেউ গুলিতে নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা জোরদার করে বিএসএফ । বুধবার রাত ৮টার দিকে ভারতের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ও আমবাড়ী এলাকায় দুটি গরুবোঝাই ট্রাক আটক করে ভারতীয়( পুলিশ)। এসময় দুইজন ইন্ডিয়ান নাগরিক কে আটক করা হয় এবং প্রায় ৫০টি গরু জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের তথ্যমতে, গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে আনা হচ্ছিলো। আটক দুই ব্যক্তি তারা জানান, এগুলো নিতে বাংলাদেশ থেকে ২০-২৫ জনের একটি দল ভারতে আসবে। এই তথ্যের ভিত্তিতে বিএসএফ করতোয়া ও সাও নদী-সংলগ্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত (বিএসএফ)সদস্য মোতায়েন করেন।
গভীর রাতে একটি দল গরু নিতে সীমান্তে পৌঁছালে (বিএসএফ) এলোপাথাড়ি গুলি চালায়। কয়েকজন বাংলাদেশে ফিরে আসতে পারলেও এখন পর্যন্ত ১৭ জনের মধ্যে ১জন কে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি ও ভুতিপুকুর সীমান্তের মধ্যবর্তী স্থান চোরা-কারবারিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি মোঃ নাজির আহমদ বলেন আমাদের কাছে ওরকম কোন নিখোঁজের কোন ধরনের সংবাদ বা তথ্য আসে নাই । তিনি জানান মানিক (৩৫)নামের যে যুবক মৃত্যু হয়েছে তারও তথ্য আমরা জানিনা । আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানান এর ফলে আমরা ঘটনায় স্থানে আসে দেখি । তিনি জানান তাকে (বিএসএফ) গান দিয়ে শুট করে মারা হয়েছে ।