কুমিল্লা: জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ধর্মীয় উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি।
শোভাযাত্রার উদ্বোধনীতে বক্তব্য রাখেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। জন্মাষ্টমীর এই শুভ দিনে হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।”
বক্তৃতার পরে আনন্দ র্যালি বের করা হয়, যেখানে কুমিল্লার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রা। র্যালিতে অংশগ্রহণকারীরা রঙিন পোষাক, ধর্মীয় সঙ্গীত ও প্রাণবন্ত পরিবেশের মাধ্যমে জন্মাষ্টমীর আনন্দ উদযাপন করেন।
স্থানীয় জনতা শোভাযাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন এবং আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানটির মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও শান্তির বার্তা প্রচার করা হয়েছে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss