মৌলভীবাজার
শ্রীমঙ্গল থানা পুলিশের এক সফল অভিযানে চুরির ঘটনায় ব্যবহৃত নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব রূপসপুর এলাকায় একটি ঘরে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ জসিম মোল্লা (৩৮), পিতা-আবদুর রব মোল্লা, মাতা-জয়নব বানু, বর্তমানে পূর্ব রূপসপুর এলাকায় বসবাসরত, শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
১৬ আগস্ট রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পূর্ব রূপসপুর এলাকার খালেক হাজারীর ভাড়া বাসা থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে রাসেল আহম্মদ মোস্তফা (৩৭), পিতা-মৃত ফজল মিয়া, সাং-আউট সিগন্যাল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ নিচের মালামাল উদ্ধার করে:
নগদ টাকা: ১,১৩,০০০/- টাকা
মোবাইল ফোন: ৩টি
স্বর্ণালংকার: ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল (মোট মূল্য: ১,৩৬,৮৪০/- টাকা)
রূপার চেইন: ২টি (মূল্য: ২,৬২৫/- টাকা)
উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ তালিকার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
🔚