গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় নলতা হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জোরালো বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। সঞ্চালনায় ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সহারাফ হোসেন সবুজ, রফিকুল ইসলাম, আবুল হোসেন, হারুন অর রশিদ, মাহবুব রহমান, মাওলানা মাহবুব হোসেন, হাফিজুর রহমান, আঃ সালাম, আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss