যশোর কোতোয়ালী থানার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ আগস্ট-২০২৫) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃত আসামিরা হলো— রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে মো. আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার স্বর্ণ চোরাকারবারীদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে যশোরের সীমান্ত পথে নাভারণ ও কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছিল।
বিজিবি জানায়, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss