ঢাকা, ১৯ আগস্ট (মঙ্গলবার) ২০২৫: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি (Titas Gas T&D PLC) অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদ করার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
গত ১৮ আগস্ট (সোমবার) তিতাস গ্যাসের আঞ্চলিক ও মেট্রো বিক্রয় বিভাগসমূহের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সিমন সরকারের নেতৃত্বে তিতাস গ্যাস চন্দ্রা আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন সফিপুর, পশ্চিমপারা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে আনুমানিক ২০টি বহুতল ভবন ও ৫টি টিন সেড বাড়ির ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট পাইপ, ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ ও ৫টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। ১জন গ্রাহকের নিকট থেকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মনিজা খাতুনের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ এর আওতাধীন বাউনিয়া ও তুরাগ সংলগ্ন এলাকায় অবৈধ বানিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। M/S Tex World Food Dyeing ও SM ওয়াশিং প্ল্যান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ৫৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, ২০০ ফুট পাইপ ও ৬টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে। ৪জন (২জন বানিজ্যিক ও ২জন আবাসিক) ব্যবহারকারীর নিকট থেকে মোট ৩,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হাসিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ অঞ্চলের মুড়াপাড়া, মাসুমাবাদ ও হাটাবো এলাকায় অভিযান পরিচালনা করে আল মদিনা হোটেল, সোনার বাংলা হোটেল ও নামবিহীন বিরিয়ানির দোকানসহ প্রায় ১৯০ বাড়িতে ২১০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৬২ ফুট পাইপ, ৫০ ফুট হোস পাইপ এবং ১টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে। ২জন বানিজ্যিক ব্যবহারকারীর নিকট থেকে ২,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নারায়ণগঞ্জের মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও ফতুল্লা এলাকায় আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মদিনা ডাইং এন্ড প্রিন্টিং ও এস.বি নিট কম্পোজিটের সংযোগ চেক করে গ্রাহককে অতিরিক্ত/বিকল সংযোগ অপসারণের পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বানিজ্যিক এবং ৬৫,২৯৬টি আবাসিক সংযোগসহ মোট ৬৫,৯৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন করা এবং ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, এই অভিযান অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এবং নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে চলমান থাকবে।