--------------
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজ বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রয়ের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিসিআইসি সার ডিলার জনাব মো: আব্দুল বারীর প্রতিষ্ঠান মেসার্স আব্দুল বারীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের দায়ে একই আইনের ৩৭ ও ৫১ ধারা অনুসারে জনাব মো: আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো: মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
উপদেষ্টা : মো: শরিফ হোসেন
সম্পাদক ও প্রকাশক : মো: শাহরিয়া
প্রধান কার্যালয় : কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ২নং দুর্গাপুর, দিগীরপাড়, কুমিল্লা
Design and Develop By Coder Boss