আরাকান এখনো জ্বলছে। রোহিঙ্গা মুসলিমদের ওপরে চলে আসছে দমন-পীড়নের ঝড়।
কিন্তু বাঙালি মুসলমান সমাজে নেই তেমন কোনো প্রতিক্রিয়া, নেই প্রতিবাদের ঝড়।
এই নীরবতাই কি আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি?
ভারতে প্রতিদিন মুসলমান মা-বোনদের ওপর হামলা, পুরুষদের উপর জুলুম—
সবই এখন খবর হয়ে আসে, কিন্তু হৃদয়ে দাগ কাটে না।
আমরা তাকাই না, অনুভব করি না, জেগে উঠি না।
পাশের ঘরে আগুন, অথচ দরজা জানালা বন্ধ করে বসে থাকা এই আত্মপ্রবঞ্চনাই কি আমাদের পরিণতির ভিত্তি নয়?
রোহিঙ্গা ভাইদের কান্না, নারীদের আর্তনাদ, পুড়তে থাকা ঘরবাড়ি, আশ্রয়হীন শিশুদের হাহাকার—
সবই যেন এখন দূরের গল্প।
অথচ ফিলিস্তিন নিয়ে সোশ্যাল মিডিয়া গরম!
“ফিলিস্তিন যাচ্ছি জিহাদে!” — এই স্লোগান মুখে মুখে ছড়িয়ে পড়ে,
কিন্তু নিজের উপমহাদেশেই যে মুসলমান নিপীড়নের শিকার, তা আমরা ভুলে যাই।
এ কেমন উম্মাহ?
এ কেমন দ্বিমুখী আত্মপ্রবঞ্চনা?
এ কেমন চেতনা?
আজ আমাদের যে নিস্ক্রিয়তা, যে উদাসীনতা—
এই চরম ব্যর্থতার মূল্য আমাদের জাতিকে খুব শীঘ্রই দিতে হতে পারে,
আর সে মূল্য হতে পারে ভয়াবহ!
প্রশ্ন রয়ে যায়:
আজ যদি আমরা নীরব থাকি, কাল কি কেউ আমাদের জন্য মুখ খুলবে?