বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কয়েক হাজার সমর্থক বুধবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় অন্তত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
গত ৩০ জুলাই কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ায় সারা দেশে যে ৩৯টি আসনের পরিবর্তিত খসড়া প্রকাশ করা হয়েছে তার মধ্যে ছয়টি কুমিল্লা জেলার।
এর মধ্যে কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনটিকে পুনর্বিন্যাস করে চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে এবং লাকসামের সাথে লালমাই উপজেলাকে রেখে কুমিল্লা-৯ আসন ঘোষণা করা হয়েছে। এই খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও তার সমর্থকরা বিক্ষোভ ও নানান প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই মধ্যে কুমিল্লা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউছুফ আলী মীর পিন্টু প্রমুখ।