কুমিল্লার বুড়িচং উপজেলার পোয়াত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দপুর–পোয়াত সড়কের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মো. শাহাদাত (২৫), আদর্শ সদর উপজেলার শাষনগাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে; মো. নাইম (২০), বুড়িচং উপজেলার বাকশীমুল ইউপির জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে; মো. অন্তর (২২), একই এলাকার এমদাদুল হকের ছেলে; ও মো. রুবেল মিয়া (২৮), বিপাড়া উপজেলার দুলালপুর ইউপির নল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক নাছিরুল্লাহ রুবেল, সহকারী উপ-পরিদর্শক শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এসময় একটি সিএনজি তে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও চারজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা কাউসার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক চোরাচালানে ব্যবহৃত সিএনজি টিও জব্দ করা হয়েছে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।