বিশেষ প্রতিনিধি মেঘলা
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ এলাকায় প্রকাশ্যে লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
রোববার (১০ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, “চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হলো।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা পাথর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনৈতিক মহলসহ সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে