বাংলাদেশে তৈরি করা নির্বাচন আয়োজনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এতে আরও বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম।
ডা. তাহের বলেন, নির্বাচনের তফসিলকে যদি শুধুমাত্র একটি দল স্বাগত জানায়, তাহলে সেটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আগামী নির্বাচনের আগে সংস্কার জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি যদি পরবর্তী সরকার দেয়, তাহলে বর্তমান সরকারের কোনো আইনগত ভিত্তি থাকে না।
তিনি দাবি করেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চায়। “গণতন্ত্রের মূল কথা হলো—অধিকাংশ জনগণের মতকে প্রাধান্য দেওয়া। তাই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার অধিকার কারো নেই,যোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, দেশকে আবারও ওয়ান-ইলেভেনের দিকে নিয়ে যাবেন না।
সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, কিছু সরকারি অফিস এখন একটি রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলছেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। অথচ এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেননি।
তিনি আরও বলেন, জনগণ অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছে। নিরপেক্ষ নির্বাচন শুধু জামায়াতের নয়, এটি জনগণেরও দাবি।