লিবিয়ায় সক্রিয় মানবপাচারকারী ও দালাল চক্রের কবলে পড়েছেন বাংলাদেশি যুবক দিপু মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মানিকদী পূর্বকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র প্রথমে তাঁকে লিবিয়ায় পাঠায়। এরপর একাধিকবার নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণের নামে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বর্তমানে দিপুকে লিবিয়ার এক অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দালাল চক্র নতুন করে ২৫ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে অমানবিক নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দিপুর বড় ভাই বলেন, “আমরা সব জমি-জমা বিক্রি করে আগের টাকা দিয়েছি। এখন আর কিছুই অবশিষ্ট নেই। তারা মেরে ফেললেও আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এ চক্রটি বাংলাদেশ, সুদান ও লিবিয়ার মধ্যে সমন্বয় করে মানবপাচারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যুবকদের ইতালিসহ ইউরোপে পৌঁছে দেওয়ার নাম করে লিবিয়ায় এনে জিম্মি করে মুক্তিপণ আদায়ই তাদের মূল লক্ষ্য।
লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী সংগঠনের নেতারা জানান, সম্প্রতি দেশটিতে অন্তত কয়েক ডজন বাংলাদেশি একইভাবে দালালদের হাতে আটকা পড়ে মুক্তিপণের জন্য অপেক্ষা করছেন। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করলেও ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা থামছে না। এ পথে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, অনেকে নিখোঁজ রয়েছেন।