ডাঃ এস কে ঘোষের ভুল অপারেশনে এক মাসে ৩ জন প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে ।
এ যেনো মৃত্যু নিয়ে এক রঙ্গ খেলা।
গত বছর তিনি একই অভিযোগে প্রায় এক মাস কারাগারে ছিলেন।
কারাগার থেকে মুক্তি পেয়েই আবারও শুরু করেন অপারেশন পরিচালনা।
দিনে ৫ থেকে ৬ টা বা তারও বেশি অপারেশন করেন ডাঃ এস কে ঘোষ।
২০১৭ সালে, সিজারের পর রুগির পেটে যে গজ রেখে সেলাই করেছিলেন এটাও ছিলো উনার কাজ।
ডাঃ এস কে ঘোষ তার এক ছাত্রীর উনি ছিলেন ডাক্তার, তার এক অপারেশন করে ও তার ছাত্রী কে ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে এটা করা হয় মামলা।
নিরবে এরকম আরো অনেক ঘটনা তিনি ঘটাচ্ছেন কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে বিভিন্ন বিনিময়ে । এই ডাক্তারকে দেখলেই মনে হয় সবসময় পিনিকে থাকেন।
কবে মুক্তি পাবেন অসহায়, দরিদ্র রোগীরা এই ডাঃ এস কে ঘোষ এর হাত থেকে।
নাকি এভাবেই জীবন দিতে হবে রোগীদের?
আর এভাবেই কি মৃত্যু নিয়ে খেলা করবেন ডাঃ এস কে ঘোষ?
প্রশ্ন রইলো প্রশাসন ও জনমনের কাছে!