ঢাকা: অবৈধভাবে গ্যাস ব্যবহার ও পাইপলাইন স্থাপনের বিরুদ্ধে তিতাস গ্যাস গতকাল রবিবার (১৭ আগস্ট) সাভার ও সোনারগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়েছে।
সাভারে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। অভিযানে রুট নেক্স ওয়াশিং ও মা থ্রেড অ্যান্ড এক্সেসরিজ নামক দুটি কারখানা, তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ০.১ কিলোমিটার পাইপলাইন জব্দ করা হয়। এছাড়া একটি শিল্প গ্রাহককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইদিন সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি চুনা ভাটা ও দুটি রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে পাইপলাইন, বার্নার জব্দসহ রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে পশ্চিম নাখালপাড়ায় অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলা ব্যবহার করার দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।